• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের ষড়যন্ত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ , মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি,,,, রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা,,, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশতাধিক শিক্ষক,,,, মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,,,, বৈষম্য বিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলের অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান,, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,,, সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ,,, পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,,

রাঙ্গামাটিতে ১নভেম্বর থেকে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৮ পঠিত
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমনের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি জানান, ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দিধায় রাঙ্গামাটি ভ্রমন করতে পারবেন। আর পর্যটকদের ভ্রমনে যাতে কোন ধরনের সমস্যার সম্মুখিন না হয় তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার কথা জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি জানান, পাহাড় ঘেরা রাঙ্গামাটির বিশাল কাপ্তাই হ্রদ, আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমন পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর রাঙ্গামাটিতে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর পরিচালক বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ  জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।
এদিকে পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। আর পর্যটকদের ভ্রমনে আরো সাশ্রয়ী করার লক্ষ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। আর রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারী পর্যটন কেন্দ্রগুলো রাঙ্গামাটি ভ্রমন করতে আসা পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা প্রশাসকগণ এক যৌথ বিজ্ঞপ্তিতে ৮ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত সবগুলো পর্যটন স্পট অনিবার্য কারণ দেখিয়ে পর্যটকদের এই তিন পার্বত্য জেলায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ