• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোর করে বাগান বাড়ি দখলের অভিযোগ // দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৮২ পঠিত
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 250.52127; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোর করে বাগান বাড়ি দখল এবং বাগানের শুপারি ও পুকুরের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব পাড়া মন্তাজ বেপারি বাড়িতে। ওই বাড়ির বাসিন্ধা মো. রুহুল আমিন অভিযোগ করে বলেন, ১৯৮৯ সালে এখানে জমি ক্রয় করে ঘরবাড়ি তৈরী করে বসবাস করছি।  হঠাৎ করে একটি পক্ষ ২০১৬ সালে আমাকেসহ মোট ৪ জনের নামে আদালতে দেওয়ানি মামলা করে। আমি মামলার জবাব দেয় এবং এখন পর্যন্ত মামলাটি চলমান রয়েছে। এরমধ্যে ২০১৮ সালে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয় এবং বলা হয় যে যে অবস্থায় রয়েছে সেসে অবস্থায় থাকবে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এলাকার আনিছল হক গং লালমোহন থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন এবং থানাতে দুই বার শালিস বসে আমার ক্রয়কৃত জমি আমাকে বুঝিয়ে দেয়া হয়। আমি সেই অনুযায়ী বিএস খতিয়ান করি এবং শান্তিতে বসবাস করতেছি । গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকার আনিছল হক গংরা আমার কাছ থেকে নাকি জমি পাবে এই রকম বিভিন্ন কথা বার্তা বলতে শুরু করে এবং তারা নাকি এখন অনেক বড় নেতা হয়ে গেছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে আমি ভোলাতে যাই। তখন শুনতে পাই আনিছল হক গংরা আমাদের জমি মাপঝোপ করতাছে। আমি ভোলা থেকে এসে বিকেলে তাদেরকে জিজ্ঞাসা করতে তারা বলেন আমাদের দলিল দেখে কবির আমিন বলেছে আমরা এখানে জমি পাব এবং সে মাপঝোপ করে দিয়ে গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আনিছল হক, তার পাঁচ ভাই এবং তাদের স্ত্রী ও সন্তানেরা হঠাৎ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আক্রমন করে এবং আমাদের সীমানায় গাছ ও জাল দিয়ে দেয়া বেড়া ভেঙ্গে ফেলে। বাগানে ঢুকে আমার শুপারি গাছ থেকে প্রায় এক হাজার শুপারি নিয়ে যায় এছাড়া পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। আমি যদি এসব নিয়ে বাড়াবাড়ি বা আইনের আশ্রয় গ্রহণ করি তাহলে আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করে তারা। আমি তাদের ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আইনের আশ্রয় নিব।
এ ব্যাপারে আনিছল হককে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাদের দলিলের জমি আমরা দখল করেছি। তারা আমাদের জমিতে জাল দিয়ে বেড়া দিয়েছিলো আমরা সেই বেড়া ভেঙে জাল নিয়ে চলে এসেছি। ওটা আমাদের জমি। এই জমি নিয়ে নিষেধাজ্ঞা ও আদালতে মামলা রয়েছে বলে তিনি জানান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোনা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ