মাইদুল ইসলাম শফিক::
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫৩ তম জাতীয় সমবায় দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (২নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে একটি শোভাযাত্রা পরিষদ চত্তর প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মুসতাহসিন তাসনিম রহমান অনিন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া থানা ইনচার্জ মোঃ মোস্তফা। উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো আবুল বাশার রাঢ়ি।
জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আরও বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন। এসব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াস শেখ, মোঘল সুমন সাফকাত, মাইদুল ইসলাম শফিক প্রমুখ। সমবায় দিবসকে সার্থক ও সাফল্য মন্ডিত করতে আলোচনা সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো আবুল বাশার রাঢ়ি। সবাই বক্তারা সমবায়দে উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সমবায়িরা কি কি কাজ করতে পারবেন এবং কি কাজ করতে পারবেন না এ বিষয়ে সার্বিক দিক নির্দেশ দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো আবুল বাশার রাঢ়ি। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠ করা হয়।