এম নজরুল ইসলাম।।
নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের আশ্রয়স্থল ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চু’র শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় তার নিজস্ব কার্যালয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন ঢাকা প্রেসক্লাব সদস্য হাফেজ মোহাম্মদ সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চু’র
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব সদস্য ও ঢাকা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দৈনিক আলোর বার্তা ও ডেইলি স্টেট এর প্রকাশক ও সম্পাদক জনাব অধ্যাপক রফিক উল্লাহ সিকদার আলো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রশাসনিক ট্রাইবুনালের জিপি এডভোকেট শফিকুল ইসলাম কাজল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সদস্য জনাব জাকির হোসেন। এশিয়া ছিন্নমূল মানবাধিকার এর চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তারা এম এ মহসিন। ঢাকা প্রেস ক্লাবের সদস্য এম নজরুল ইসলাম। দৈনিক মুক্ত খবর পত্রিকার এম এ গনি, ঢাকা প্রেস ক্লাবের সদস্য শরিফুল ইসলাম আকন, দৈনিক আলোর বার্তা পত্রিকার ও ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য মোঃ কামাল হোসেন, দৈনিক মুক্ত খবর পত্রিকার ও ঢাকা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আফসানা রহমান, ঢাকা প্রেস ক্লাবের সদস্য শাহনাজ আক্তার, ঢাকা কমার্স কলেজ ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য মোঃ নিজাম উদ্দিন, মোছাম্মৎ সাথী আক্তার, দৈনিক এশিয়া বানী পত্রিকার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ জাকির হোসেন, দি ডেইলি মনিং গ্লোরী পত্রিকার মফস্বল সম্পাদক সৈয়দ সরোয়ার আলম বাতেন, দৈনিক এশিয়া বানী পত্রিকার মফস্বল সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ রবিউল ইসলামসহ অনেকে।
এই সময় বক্তারা তার কর্মময় জীবনের প্রশংসা করেন এবং বলেন জনাব মোসলেহ উদ্দিন বাচ্চু নানা পরিচয়ে ভূষীত এ মানুষটি সাংবাদিকতা তথা মিডিয়া অঙ্গনে পরিচিত একটি মুখ। সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন কলামিস্ট ও সমাজ সেবক এবং জনপ্রিয় মুখ। দীর্ঘ তিনযুগ পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য গড়ে তুলেছেন গনমাধ্যমের সংগঠন ও সাংবাদিকদের মান উন্নয়ন এবং পেশাদারিত্বের দিক বিবেচনায় তিনি নিজেকে উজাড় করে সময় ও পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা প্রেসক্লাবের। তিনি লাভ করেছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরুস্কার।
সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু একজন প্রতিবাদী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেননি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী পছন্দ করেন না। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। সর্বমহলে প্রশংসিত এক পরিচিত নাম। তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অসংখ্য সংগঠন ও সাংবাদিক এবং বন্ধু বান্ধবগণ। পরিশেষে ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ শাহজাহান মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।