দৈনিক ক্রাইম বাংলাঃ
আসন্ন ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। আগামী সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে মোহাম্মদ আলী স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “জুলাই-আগস্ট পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই ছাত্রদের এই রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। জনগণের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, “নতুন কোনো রাজনৈতিক দল যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় এবং দমন-পীড়নের পথে হাঁটে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে, যেমনটি তারা আগেও করেছে।”
মতবিনিময় সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেঁতুলঝোড়া ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ৫ আগস্টের গণআন্দোলনের পরবর্তী সময়ে সাভার-আশুলিয়ায় চলমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে, চাঁদাবাজি বন্ধ না হওয়া নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্রসহ অন্যান্য নেতাকর্মীরা।