দৈনিক ক্রাইম বাংলাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের জেরে রাজধানীর নীলক্ষেত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে সেখানে সাত প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি আরও পাঁচ প্লাটুন পুলিশ প্রস্তুত রাখা হয়েছে।
রোববার সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তাঁদের সঙ্গে ‘অশোভন আচরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেন। এরপর শিক্ষার্থীরা প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন এবং রাতে উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে আসেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। উত্তেজনা প্রশমনে বিজিবিও মোতায়েন করা হয়।
সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষায় কোটা বাতিল, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ঠিক রেখে ভর্তি, এবং ভর্তি ফি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে