এম নজরুল ইসলাম।।
ঢাকাস্থ লালমোহন ফোরামের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কাজী শাহে আলমকে সভাপতি এবং মোর্শেদুল ইসলাম চৌধুরীকে সেক্রেটারি করে রাজধানী ঢাকায় বসবাসরত দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন ঢাকাস্থ লালমোহন ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) রাজধানীর এক মিলনায়তনে ভোলা ফোরামের কার্যকরী সদস্যদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্রনেতা কাজী শাহে আলম, রাজধানীর ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল নয়াপল্টনের প্রশাসনীক ইনচার্জ এবং সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও আইনজীবী, ভোলা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন নিজামুল হক নাঈম, রহমাতুল্লাহ সেলিম,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস আব্দুল হক ড. কামরুল হাসান শাহীন, ব্যারিস্টার আব্দুর রহমান খোকা।