• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিতা ও কেক কেটে রেইনবো এক্সক্লুসিভ (আরএফএল)-এ শো-রুম শুভ-উদ্ভোধন/দৈনিক ক্রাইম বাংলা।। রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,,

সত্য ঘটনা অবল্বনে ‘লাস্ট ব্রেথ’ নিয়ে আসছেন সিমু লিউ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিনোদন, দৈনিক ক্রাইম বাংলাঃ

বছরের শুরু থেকেই একের পর এক ধামাকা দিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড। তারই পরিপ্রেক্ষিতে এবার মুক্তি পেতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘লাস্ট ব্রেথ’। অ্যালেক্স পারকিনসনের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন সিমু লিউ, উডি হ্যারেলসন ও ববি রেইনসবেরিসহ আরও অনেকে। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত হলিউড সিনেপ্রেমীরা। আসন্ন এ সিনেমাটি ২০১২ সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত। ২০১২ সালে নর্থ সি’তে এক গভীর সমুদ্র অভিযানে ঘটেছিল। এ অভিযানে তিনজন ডুবুরি সমুদ্রতলের প্রায় ১০০ মিটার গভীরে একটি মেরামতের কাজ করছিলেন। এ কাজটি সফলভাবে সম্পন্ন করতে, ডুবুরিরা একটি ডাইভিং বেলের সঙ্গে সংযুক্ত ছিলেন, যা আবার বিবি টোপাজ নামের জাহাজের সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া তাদের সঙ্গে একটি লাইফলাইনও সংযুক্ত ছিল, যা অক্সিজেন, গরম পানি, বিদ্যুৎ এবং যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল। কিন্তু হঠাৎ করেই বিবি টোপাজের ডায়নামিক পজিশনিং সিস্টেম ব্যর্থ হয়, যার ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের ঢেউয়ে ভেসে যেতে থাকে। ফলে যে ডুবুরিরা নিচে কাজ করছিলেন, তারা তাদের অবস্থান থেকে সরে যান। এরই মধ্যে এক ডুবুরির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে। ওই সময় তার লাইফলাইন একটি পানির নিচের কাঠামোর সঙ্গে আটকে যায় এবং পরে সেটা সম্পূর্ণ ছিঁড়ে যায়। ফলে সে সমুদ্রের তলদেশে মাত্র পাঁচ মিনিটের জন্য জরুরি অক্সিজেন পান, কিন্তু তার কাছে কোনো আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ কিংবা যোগাযোগের মাধ্যম ছিল না। এরপর জাহাজটি দ্রুত একটি কেবল সাবমেরিন পাঠায়, যার ক্যামেরার মাধ্যমে ওই ডুবুরিকে খুঁজে বের করে এবং ক্যামেরার ফুটেজে দেখা যায়, সে ধীরে ধীরে শ্বাস নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিছুক্ষণ পর, জাহাজের পজিশনিং সিস্টেম পুনরায় সচল হয়, ফলে ডুবুরিরা সেই ডুবন্ত ডুবুরির নিথর দেহটি উদ্ধার করে ডাইভিং বেলের ভেতরে নিয়ে আসেন। এরপরই রয়েছে গল্পের টুইস্ট, যা সিনেমাটির নির্মাতা তার এ চলচ্চিত্রটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি মুক্তি পাবে ২৮ ফেব্রুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ