• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

বদলগাছীতে আধাইপুর ইউনিয়নে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মা পেলেন গরুর দুধ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫


আসাদুজ্জামান ভুট্টো,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মা’কে গরুর দুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের সৌরভ প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির গরুর দুধ বিতরণ করেন।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই ঊধ্বর্গতি। সাধ থাকলেও সাধ্য না থাকায় অনেক পরিবারে পুষ্টি যোগান দেয়া সম্ভব হয় না। বাজারে প্রতিকেজি দুধ প্রকারভেদে ৭০-৭৫ টাকা কেজি। দাম বেশি হওয়ায় অসচ্ছল পরিবারের গর্ভবতী গৃহবধূদের পক্ষে দুধ কিনে খাওয়া সম্ভব হয়না। আধাইপুর ইউনিয়নের এমন অসচ্ছল ৫০ জন গর্ভবতীকে পুষ্টি যোগান দিতে বিনামূল্যে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির। ৪০ টি গ্রামে ৫০ জন গর্ভবতী প্রত্যেককে ৪কেজি করে দুধ দেন তিনি। বিনামুল্যে গরুর দুধ পেয়ে খুশি অসচ্ছল ও দরিদ্র গর্ভবতী মা ও তাদের স্বজনরা।

উপজেলার পরমানন্দপুর গ্রামের গৃহবধূ শাকিলা আক্তার বলেন, দিনমজুর দরিদ্র স্বামী। বাজারে দুধ প্রায় ৭০টাকা কেজি। এতো দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব না। প্রথম সন্তান জন্মদিতে যাচ্ছি। বিনামুল্যে ৪কেজি দুধ পেয়েছি। যা আমার জন্য খুবই উপকারি হবে বলে আশাবাদী।

বসন্তপুর গ্রামের গৃহবধূ জনি বেগম। বিনামূল্যে গর্ভবতীর তালিকায় তার মেয়ের নাম আছে। তিনি বলেন- আমার মেয়ের প্রথম সন্তান হবে। জামাইয়ের পরিবার দরিদ্র। কষ্টে সংসার চলে। যে দুধ পেলাম মেয়ের জন্য শরীরে পুষ্টির জোগান দিবে। এতে মেয়ের জন্যও সুবিধা হবে। আমি খুবই খুশি।

সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির বলেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের অসচ্ছল গর্ভবতী মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন। সুস্থ সন্তান জন্মদানে পুষ্টির বিষয়ে অনেকে সচেতন না। আধাইপুর ইউনিয়নের ৪০ টি গ্রামের ৫০ জন অসচ্ছল গর্ভবতী মা’কে মাসে ৪ কেজি করে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যা আগামী ১০ মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি সন্তান সুস্থতায় তাদের অন্যান্য বিষয়ে সহযোগিতা করা হবে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছি। সমাজে অনেক বিত্তবান আছেন তারাও উৎসাহীত হয়ে আগামীতে এগিয়ে আসবেন বলে আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন- মোস্তাফিজুর রহমান শিশিরের বাবা মজিবর রহমান, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লু হোসেন, আসাদুজ্জামান ভুট্টু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেলে রানা ও ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ