হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বলেন, যা করছেন, ওটুকুই যদি জীবনের জন্য করেন, বিবেককে শোনে করেন, সেটুকুই জাতিকে তীরে ভিড়তে সহযোগিতা করবে, আর আপনাকে দেবে অমরত্ব।
সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে নারী,পুরুষ, ধর্ম,বর্ণ, গোত্র, জাতি, উপজাতি, সমতল, পাহাড়ি, সাগর, উপসাগরীয় সকল ধরনের সাংস্কৃতিক ও সংস্কৃতির মিলন মেলাকে বোঝায়। এতো বড়ো সমস্যা দূর হলে জাতির মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে খুব কম সময় লাগবে। কিন্তু এই সমস্যাগুলো বজায় রাখতে এশিয়া উপমহাদেশের জন্য অভাবনীয় বড়ো বাজেট প্রয়োগ করা হয়। সেই লোভ থেকে এশিয়ার দেশগুলো এবং দেশের রাজনৈতিক নেতারা নিজেদের মুক্ত করতে পারবে না কখনো। কারণ- এই লোভের বীজ বপন করা হয় ভ্রুণবৃত্ত থেকে। সুতরাং নারী সমাজের মুক্তি আগে জরুরি। যে নারীকে শেকল পড়াতে আমরা জীবনের সকল সুপার্জিত রোজগার ও অর্জন বিসর্জন-খরচ করতে স্বয়ংক্রিয়ভাবে বাধ্য বলে ঘোষণা করি। নারীকে দেবী বানাবো আমি, নারীকে পতীতা ঘোষণা করবো আমি। সেই নারীকে সর্বস্ব হারিয়ে শেকড় বিহীন করতে যতো খরচ করতে হয় তার সকল প্রকার বন্দোবস্ত আমিই করবো। সেই দৃষ্টিকোণ থেকে এশিয়া স্বার্থক। কিন্তু ভুলে গেলে চলবে না- ঐ নারীর ভ্রুণবৃত্ত থেকে বেড়িয়ে আসছে, আসবে আপনার আগামীর জীবন। শেষমেশ আমি সব হারাবো, হারিয়েছি।
মাননীয় সেনাপ্রধান- আপনার মেজিস্ট্রেসির মধ্য দিয়ে লাঞ্চিত হয়েছে সবচেয়ে অধিক সংখ্যক নারীশিশু। আগুনে পুড়েছে সমগ্রদেশের কর্মসংস্থান।
এমন এক অদ্ভুত অনৈতিক জাতির অংশ আমরা- যে জাতি মূল্যবোধ এবং কৃতজ্ঞতার প্রয়োজনীয়তা জানে না। একে অপরের সাথে মানুষ হিসেবে মমত্ববোধের সম্পর্ক কী! তাও জানে না। গতো ৫০ বছরে প্রজন্ম একটি মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা পায়নি- যেখান থেকে সে শিখবে পারিবারিক বন্দোবস্ত-বন্ধন সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কী কী প্রভাব ফেলে !!! স্বাস্থ্য সেবায় একটি প্রাকৃতিক প্রণোদনা ও গবেষণা সমগ্র জাতীয় জীবনে কী কী প্রশান্তি এনে দিতে পারে? জাতি জানে না। একজন নোবেল বিজয়ী জাতির কর্ণধার হয়েও আমাদের সেকথা জানালেন না। তাহলে জাতির জন্য মেসেজ কী দাঁড়ালো…??? তৃণমূল মানুষের শতোজনমের বঞ্চিত অভিজ্ঞতা তা বুঝতে পারছে নিশ্চয়ই… শুভ কামনা আপনার জন্য। অকৃত্রিম ভালোবাসা এদেশের ভূক্ষানাঙ্গা মানুষের জন্য।