কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বুড়াজালিয়া গ্রাম সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, জোয়ারের স্রোতে লাশটি ভেসে এসে নদীর পারে থাকা ব্লকের সাথে আটকে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয়। পরে পায়রা বন্দর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, নৌ-পুলিশের মাধ্যমে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।