• বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দশমিনায় বিরোধকে কেন্দ্র করে হামলা, তিনজন আহত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে পান-সুপারির দোকানদার মুছা যখন ইয়াবা কারবারি/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন পল্লীর বাসীন্দাদের সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কলাপাড়া শহর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় লামিয়া হত্যা।। নিরীহদের মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কোনো ষড়যন্ত্র বিএনপিকে থামাতে পারবে না। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে -হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় টিম সিগমা স্পোটিং ক্লাব’র কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষনের উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রতিবাদ সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী, কিশোর গ্যাং ও আওয়ামী পরিবারের সন্তানদের পদপদবী দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এক কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ শাখার ছাত্রদল নেতা মোঃ কাওসার হোসেন।

লিখিত বক্তব্যের আলোকে তিনি বলেন, চিহ্নিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং এর সদস্য নাইম মৃধা তাকে করা হয়েছে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। সাজিদ হাসান নিহাদ যিনি ছিলেন পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তাকে করা হয়েছে সিনিয়র সহ-সভাপতি। উজ্জ্বল হোসেন যিনি চিহ্নিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং তাকে করা হয়েছে সহ-সভাপতি। জিসান মাহমুদ যিনি চিহ্নিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং তাকে করা হয়েছে সাধারণ সম্পাদক। সাফিন আহমেদ যিনি কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।

আরও বলেন, জিসান মাহমুদ ও উজ্জ্বল তাদের নামে কিশোর গ্যাং এর মামলাও রয়েছে যাহার যথাযথ প্রমানও রয়েছে।

এসময় লিখিত বক্তব্য পাঠকারী মোঃ কাওসার হোসেনের সাথে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার ছাত্রদল নেতা আনিচুর রহমান, রোবায়েদ হোসেন, মিথিলা আক্তার ও রবিউল হুসাইন সহ আরও অনেক ছাত্রদল নেতা। তারা বলেন, আমরা জাতীয়বাদী ছাত্রদলের কর্মী হিসেবে এই আওয়ামী পন্থী কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই কমিটিতে যে সকল ছাত্রলীগের সদস্য আছে আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে এই কমিটি দ্রুত বিলুপ্ত ঘোষণা করে চিহ্নিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং এর সদস্য ও এদের মদদদাতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাথে সাথে যারা বিগত খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জরিত ছিল তাদেরকে উপযুক্ত পদ দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ