কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
কলাপাড়ায় তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারনের জন্য ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন ফারিয়া নামের একটি সংগঠন ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছে। মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন বেলা ১১ টা থেকে প্রেসক্লাবথর সামনে সাধারণ মানুষ ও পথচারিদের মাঝে লেবু গোলানো সরবত বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা বিএনপিথর যুব বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসনাত মো.রিমন সিকদার। এ সময় কলাপাড়া ফারিয়া’র সভাপতি মো.জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো.রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তৃষ্ণার্ত সাধারণ মানুষ সরবত পান করে কৃতজ্ঞতা পোষণ করেন। তারা এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।