কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় মিথাত ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে, আধিপত্য বিস্তার ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের কাজে শ্রমিক সরবারহের বিরোধকে কেন্দ্র করে এমন তান্ডব চালানো হয়েছে। এতে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী সাহিন মৃধার ছোট ভাই রুবেল মৃধা জানান । এ ঘটনায় স্থানীয় দোলন মৃধা, মিরাজ ও সাব্বির নামের তিন যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে