মোঃ আসাদুজ্জামান (ভুট্টু),বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ২০২৪-২৫ অর্থ বছরের মসলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় মসলা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মে) বেলা ১১ টার দিকে বদলগাছী হর্টিকালচার সেন্টারের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলার বালুভরা ইউপির প্রধানকুন্ডি গ্রামে এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. খলিলুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বদলগাছী হর্টিকালচার সেন্টারের হর্টিকালচারিষ্ট কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত।
বাদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর উপপরিচালক মোছা. সাবিনা বেগম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. মনজুর রহমান প্রমূখ।