• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

কলাপাড়ায় কুপিয়ে রক্তাক্ত জখম।পুলিশের খাঁচায় কালু ও ছোহরাপ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৫৩৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেড় ধরে মো.আলমগীর হোসেন, মিজান খলিফা, নজরুল খলিফা ও মো.ইয়ামিন খলিফাকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি উপজেলার চম্পাপুর ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামে ঘটেছে। এ বিষয়ে মো. অজিজুল খলিফা বাদী হয়ে কালু হাওলাদার, ছোহরাপ মুসল্লি ও নাসির মুসল্লিসহ ১০ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেছেন। সি. আর মামলা নং- ৬১১/২০২৫। এতে বৃহস্পতিবার (০৭ আগষ্ট) দুপুরে কালু হাওলাদার ও ছোহরাপ মুসল্লিকে থানা পুলিশ গ্রেফতার করেন। ভুক্তভোগীরা মামলাটির সুষ্ঠ তদন্ত সহ দ্রুত বিচারের দাবী জানান।
মামলার বিবরনে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ১৫মে ২০২৫ তারিখে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে তা স্থানীয় ব্যাক্তিবর্গের সমঝোতায় সমাধান করা হয়। ওই অক্রোশের জেড় ধরে ২১ জুন তারিখ রাতে মো.আলমগীর হোসেন, মিজান খলিফা, নজরুল খলিফা ও মো.ইয়ামিন খলিফা উত্তর মাছুয়াখালী থেকে বাড়িতে যাবার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এসময় তারা দা, রামদা, বগি ও চলসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী মো.আলমগীর হোসেন বলেন, আসামীরা আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী। তারা ওই গ্রামে মাদক সেবন এবং ব্যবসা করে আসছে। মাদকসহ একাধিক মামলা চলমান রয়েছে এদের বিরুদ্ধে। তাদের অসামাজিক কর্মকান্ডে স্থানীয়রা অতিষ্ঠ। তারা দেশীয় অস্ত্রনিয়ে আমাদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় আমরা মামলা দায়ের করেছি। তারা মামলা থেকে রেহাই পেতে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে। তিনি এর সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি জানান।
এ বিষয় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ