• সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। এআই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। চাটখিলে মাদকমুক্ত আদর্শ গ্রাম গড়ে তুলতে মতবিনিময়/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। লালমোহন উপজেলা যুবদলের উদ্যোগে নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণের শামিল …. কমলনগর প্রেসক্লাব/দৈনিক ক্রাইম বাংলা।। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ওলামাদলের কমিটির সাথে পৌর ইউনিয়ন কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৮ পঠিত
আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠি শহরের থানা রোডের বাসিন্দা আজাদ হোসেন পান্না নামের এক ব্যবসায়ীর বহুতল ভবন “বিসমিল্লাহ হাউস” থেকে ইয়াবা, গাজা এবং বিদেশী মদসহ চার জনকে আটক করা হয়েছে।

রোববার দুপুর ২টার কিছু আগে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালিয়েছে। মাদকসহ যাদেরকে আটক করা হয়েছে তারা হলেন, ‘সদর উপজেলার কিস্তাকাঠি গ্রামের মৃত তৈয়ব আলী খানের ছেলে মো. হাকিম (৩২), একই গ্রামের মৃত আনসার আলী হাওলাদারের ছেলে মো. হুমায়ুন হাওলাদার (৪০), পৌর শহরের বাকলাই সড়ক এলাকার খালেক মোল্লার ছেলে মো. মনির হোসেন (৪৫) এবং দিয়াকুল গ্রামের মাসুম হাওলাদারের ছেলে মো. সাগর (৩২)।

ভবন মালিক আজাদ হোসেন পান্না বলেন, ‘আটককৃতদের মধ্য হুমায়ুন নামের ব্যাক্তি আমার ভবনের কেয়ারটেকার। বাকিরা তার বন্ধু। আমার ভবনে তারা মাদকের আড্ডা বসিয়েছে তা আমি জানতাম না।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠির উপ-পরিদর্শক মো. আকবর হোসেন সার্চ বিডি নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজাদ হোসেন পান্নার ভবনের নিচ তলার একটি কক্ষে অভিযান চালাই। সেখান থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।’

আকবর হোসেন আরো বলেন, ‘অভিযান শেষে বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করেছেন।

ঝালকাঠি সসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, ‘আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক নগদ আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ