• সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামগতিতে পরকীয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা/দৈনিক ক্রাইম বাংলা।। দূরশিক্ষণে বাউবির অগ্রযাত্রা: প্রতিবন্ধকতা ও আমার অভিজ্ঞতা: ড. মহাঃ শফিকুল আলম/দৈনিক ক্রাইম বাংলা।। উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেব্রুয়ারিতেই মহোৎসবের জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান,,,,,দৈনিক ক্রাইম বাংলা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান তারেক রহমানের,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রথমবার ফরাসি সিনেমায় জোডি ফস্টার,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির সম্ভাবনা: বাণিজ্য উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশি রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপ নিয়ে এখনও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। তবে চলতি মাসের মধ্যেই দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে এ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সফররত বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, আলোচনা ইতিমধ্যেই যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, তা কমানোর লক্ষ্যে বৈঠকে মূলত আলোচনা হয়েছে। ঘাটতি হ্রাসের জন্য মার্কিন কৃষি ও জ্বালানি পণ্য আমদানির উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বিশেষ করে মার্কিন তুলা আমদানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। বশিরউদ্দীন আশা প্রকাশ করেন, আলোচনার ধারাবাহিকতায় শিগগিরই দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

এর আগে গত ৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। তখন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়। পরে ৭ জুলাই ২০২৫ তারিখে নতুনভাবে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। ১ আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্কের ফলে বাংলাদেশকে গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ হিসেবে মার্কিন বাজারে পণ্য রফতানি করতে হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হলে মার্কিন পাল্টা শুল্ক আরও কমানো হবে। ইতিমধ্যেই বাণিজ্য ঘাটতিও হ্রাস পেতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র অগ্রগতিতে সন্তুষ্ট। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশ থেকে মার্কিন বাজারে কৃষি ও জ্বালানি পণ্য, বিমান ক্রয়সহ অন্যান্য কেনাকাটার অগ্রগতির বিষয়ে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল ঢাকায় তিন দিনের সফরে এলে তারা মন্ত্রণালয় ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। তবে ঢাকা আশা করছে, শুল্ক অন্তত ১৫ শতাংশে নামিয়ে চূড়ান্ত চুক্তি করা হবে। এই উদ্দেশ্যে ইউএসটিআরের সঙ্গে দরকষাকষি করে খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছে। উভয় পক্ষ একমত হলে খসড়া চূড়ান্ত আকারে রূপান্তরিত হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশের রফতানি পণ্যের জন্য মার্কিন বাজারে নতুন সুযোগ তৈরি হবে এবং বাণিজ্য ঘাটতি কমানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ