• সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামগতিতে পরকীয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা/দৈনিক ক্রাইম বাংলা।। দূরশিক্ষণে বাউবির অগ্রযাত্রা: প্রতিবন্ধকতা ও আমার অভিজ্ঞতা: ড. মহাঃ শফিকুল আলম/দৈনিক ক্রাইম বাংলা।। উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেব্রুয়ারিতেই মহোৎসবের জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান,,,,,দৈনিক ক্রাইম বাংলা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান তারেক রহমানের,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রথমবার ফরাসি সিনেমায় জোডি ফস্টার,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

প্রথমবার ফরাসি সিনেমায় জোডি ফস্টার,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

দ্য অ্যাকুজড’ থেকে ‘দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস’ পর্যন্ত, হলিউড অভিনেত্রী জোডি ফস্টার তার ক্যারিয়ার গড়ে তুলেছেন নিজের মেধা, অদম্য সাহস, শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে। রেবেকা জ্লোটোস্কির ‘অ্যা প্রাইভেট লাইফ’র মাধ্যমে দুবারের অস্কারজয়ী এ অভিনেত্রী এবার পা রেখেছেন একেবারে ভিন্ন এক জগতে। প্রথমবার ফরাসি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। তাও ইংলিশ নয়, সংলাপ বলেছেন ফরাসি ভাষায়, নিজেই দিয়েছেন ডেলিভারি। অভিনেত্রী বলেছেন, ফরাসি ভাষায় কথা বলার সময়, তিনি নিজের একটি ভিন্ন দিক উন্মোচন করেন, যা ছিল অত্যন্ত মজার, কিন্তু অপ্রত্যাশিতভাবে দুর্বল। চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়া এ সিনেমাটি কানাডায় চলতি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও ফস্টারকে দারুণ আলোচিত করে তুলেছে। এ সিনেমায় ফস্টার একজন আমেরিকান মনোবিশ্লেষক ড. লিলিয়ান স্টেইনার চরিত্রে অভিনয় করেছেন, যার রোগী রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। এ মৃত্যু এমন এক ঘটনার সূচনা করে, যা লিলিয়ানকে তার ভাঙা পারিবারিক জীবন এবং তার সাবেক স্বামীর সঙ্গে জটিল সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য করে। একটি ফরাসি সিনেমায় অভিনয়ের ইচ্ছা জোডি ফস্টারের অনেক আগে থেকেই ছিল। তিনি বলেন, ‘সঠিক প্রজেক্টটি খুঁজে পেতে আমার অনেক সময় লেগেছে। আমি সত্যিই একটি ফরাসি সিনেমায় কাজ করতে চেয়েছিলাম। আর এ স্ক্রিপ্টটি আমার জন্য সত্যিই দারুণ ছিল। আমেরিকান হিসাবে আমরা যে গতি পছন্দ করি, এখানেও তা আছে। গল্পে টুইস্ট আছে, মোড়ে মোড়ে বাঁক আছে।’ জোডি জানান, ‘অ্যা প্রাইভেট লাইফ’-এতটি রোমান্টিক কমেডি সিনেমা। এতে হিচককিয়ান রহস্য থেকে শুরু করে পাগলাটে অপেশাদার-গোয়েন্দা ক্যাপারসহ মনস্তাত্ত্বিক অনেক বিষয় খুঁজে পাবেন দর্শক। গল্প নিয়ে তিনি বলেন, ‘এটি এমন কিছু যা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের করতে দিই না। হলিউডে অনেক পরিচালক কম্প্রোমাইজ করেন, বাজেটের জন্য গল্পে কাটছাঁট করেন। কিন্তু ফরাসি ইন্ডাস্ট্রিতে এসে আমার ধারণা পালটে গেছে। এখানে (ফ্রান্সে) পরিচালকরা রাজা। তাদের দেওয়া বাজেট যতক্ষণ না পাবেন, তারা গল্পের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না। অর্থাৎ পরিচালককে খুশি করেই কাজ করতে হবে।’ তবে ফরাসি সিনেমায় স্থানীয় ভাষায় কাজের অভিজ্ঞতাটা দারুণ বলে জানিয়েছেন ফস্টার। তিনি বলেন, ইংরেজি ভাষায় সাধারণত আমি কিছুটা নিচুস্বরে কথা বলি। কিন্তু ফরাসি ভাষায় আমাকে কিছুটা উচ্চস্বরে কথা বলতে হয়েছিল, যেটা একেবারেই আমার অভ্যাসের মধ্যে ছিল না।’ তবে এ সিনেমায় অভিনয় তার ক্যারিয়ারকে এমনভাবে সংজ্ঞায়িত করেছে, যেটা তিনি শুরু করার আগেও ভাবেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। আগের চরিত্রগুলোর চেয়ে একেবারেই আলাদা ছিল এটি। তার মতে, ‘দ্য অ্যাকুসেড’-এ বিচারব্যবস্থার মুখোমুখি হওয়া ধর্ষণের শিকার, ‘দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস’-এ সিরিয়াল কিলারকে খুঁজে বের করা তরুণ এফবিআই প্রশিক্ষণার্থী, ‘প্যানিক রুম’-এ অনুপ্রবেশকারীদের তাড়া করা সিঙ্গেল মাদার, এসব চরিত্রে অভিনয় করা ফস্টারকে কোনোভাবেই মেলাতে পারবেন না ডা. লিলিয়ানের সঙ্গে। এ সিনেমায় ফরাসি সিনেমার কিংবদন্তি ড্যানিয়েল অটুইলের বিপরীতে অভিনয় করেছেন জোডি ফস্টার। গল্পের শেষ হয় বৃষ্টিতে ভেজা গাড়ি যাত্রার মাধ্যমে, যখন লিলিয়ান অবশেষে সেই প্রশ্নটি জিজ্ঞাসা করেন যা ড্যানিয়েল (পর্দায় গ্যাব্রিয়াল) বছরের পর বছর ধরে এড়িয়ে গেছেন। লিলিয়ান বলে ওঠে, ‘তাহলে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে?’ এ সংলাপ বলার অনুভূতি এভাবে ব্যক্ত করেন ফস্টার, ‘এটা এমন কিছু যা আমার কাছে খুবই মর্মস্পর্শী মনে হয়েছিল, ১৫ বছর বিবাহবিচ্ছেদের পর এবং তুমি যা কিছুর মধ্য দিয়ে গেছ তারপর, হঠাৎ করে তুমি গাড়িতে সেই মুহূর্তটিতে পৌঁছে যাও যেখানে তুমি এই একটি জিজ্ঞাসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলে! আমার কাছে, এটাই ছিল পুরো সিনেমার সবচেয়ে আবেগতাড়িত দৃশ্য।’ জোডি আরও উল্লেখ করেছেন, ‘অ্যা প্রাইভেট লাইফ’ শুধু একটি সিনেমা নয়, এটি একজন নারীর আকুলতা, জীবন-সংগ্রামে টিকে থাকার গল্প। অসম্ভব চাপের মধ্যে থাকা নারী কী করে নিজেকে সামলায়, স্রোতের বিপরীতে লড়াই করে সেটাই দেখানো হয়েছে এ সিনেমায়। জোডি একইসঙ্গে এ সিনেমাটিকে নিজেকে মুক্তি দেওয়ার সিনেমা হিসাবেও গণ্য করছেন। তার মতে, গত কয়েক বছর ধরে তার যেসব কাজ নিয়ে সমালোচকরা মুখ ঘুরিয়ে বসে আছেন, কিংবা হাস্যরসের সৃষ্টি হচ্ছে, ‘অ্যা প্রাইভেট লাইফ’ সেই হিসাব-নিকাশ বদলে দেবে। উল্লেখ্য, সিনেমাটি চলতি বছরের ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ