• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আতঙ্কে নারায়ণগঞ্জ: নিরাপত্তাহীনতার নগরীতে রূপান্তর,,,,,দৈনিক ক্রাইম বাংলা চলে গেলেন বরেণ্য অভিনেতা রবার্ট রেডফোর্ড,,,,,দৈনিক ক্রাইম বাংলা মেসির গোলে সিয়াটলের সাথে জয় পেলো মায়ামি,,,,দৈনিক ক্রাইম বাংলা জেলার সংবাদ টাঙ্গাইলে তৃণমূলের প্রিয়মুখ ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাপাসিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় দুর্গোৎসব, নিরাপত্তায় চলছে প্রস্তুতি,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে: পরিকল্পনা উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা সবার রাজনৈতিক অধিকার আছে দাবি জানানোর—আমরাও জানাবো: সালাহউদ্দিন,,,,দৈনিক ক্রাইম বাংলা ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা টানা বৃদ্ধির পর অবশেষে কমলো স্বর্ণের দাম নিজস্ব প্রতিবেদক,,,, দৈনিক ক্রাইম বাংলা এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

কাপাসিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় দুর্গোৎসব, নিরাপত্তায় চলছে প্রস্তুতি,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কাপাসিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় দুর্গোৎসব, নিরাপত্তায় চলছে প্রস্তুতি

গাজীপুরের কাপাসিয়ায় এবার স্মরণকালের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। ৭১টি মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। স্থানীয় প্রশাসন জানিয়েছে-শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

কাপাসিয়া প্রতিটি মণ্ডপেই এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দিন-রাত এক করে শেষ মুহূর্তের রঙের তুলির আঁচড়ে প্রাণ দিচ্ছেন দেবী দুর্গার প্রতিমায়।

গত বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক-৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যা কাপাসিয়ার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন বলে জানিয়েছেন পূঁজা উদযাপন পরিষদের নেতারা।

কাপাসিয়া উপজেলার রাওনাইট বাজার সংলগ্ন পানবরাইদ রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই বর্ধন বলেন, রাধা গোবিন্দ মন্দিরে প্রতিমা রং করা হচ্ছে। আগামী ২৮ শে সেপ্টেম্বর আমাদের পূঁজা অনুষ্ঠিত হবে। এই দুর্গাপূজায় আমাদের পরিবেশ অত্যন্ত সুন্দর, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছেন, এমনিতেও আমাদের গ্রামের পরিবেশ ভালো। এবার কাপাসিয়ায় ৭১টি পূজা মন্ডপ অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পাঁচই আগস্ট এর পর মানুষের মনের ভিতর যে একটা ভীতি কাজ করেছে, এই বছর সেই ভীতি নেই । আমাদের কাপাসিয়ার জন মানুষের নেতা রিয়াজুল হান্নান হিন্দু সম্প্রদায়ে কে নিয়ে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করছেন। হিন্দুদের যাতে মনোবল ভালো থাকে উনি সাহস দিচ্ছে, পূঁজায় কোন সমস্যা যাতে না হয় এবং সাম্প্রদায়িকতা বলতে কাপাসিয়া কোন জিনিস থাকবো না। সাম্প্রদায়িকতা তিনি পচন্দ করেন না। আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা ভালো।

বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল জানান, এবছর কাপাসিয়া উপজেলায় ৭১ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অতীতের যে কোন সময়ের চেয়ে এবার সবচেয়ে শান্তিপূর্ণ এবং প্রশাসনিক দিক দিয়ে নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা প্রশাসন, থানা থেকে পুলিশ প্রত্যেকটি মন্ডপ পরিদর্শন করেছে। উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ মন্ডপগুলো পরিদর্শন করেছে। মন্দিরে কোন যাতায়াতের অসুবিধা আছে কিনা বা তাদের সার্বিক কোন অসুবিধা আছে কিনা আমরা তা নিয়মিত খোঁজখবর নিচ্ছি। সমস্যা থাকলে উপজেলা প্রশাসনের মাধ্যমে সমাধানের ব্যবস্থা করছি।

ইতিমধ্যে মন্দির গুলোতে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। এক্ষেত্রেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেন থাকে সে ব্যাপারে প্রশাসনের সাথেও কথা হয়েছে। পাশাপাশি গাজীপুর জেলা থেকে ডিসি স্যার এবং এসপি স্যার কিছু নির্দেশনা দিয়েছেন। মন্দির গুলো যেন রাতে আমরা পাহারা দেই, প্রত্যেকটি মন্দিরে যেন সিসি ক্যামেরা লাগানো হয় এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এগুলো বিষয়ে সকল মন্দিরে সতর্ক করা হয়েছে। ওভারঅল আমরা আশা করছি অতীতের যেকোনো সময় থেকে এবারের পূজা হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কাপাসিয়ার গন মানুষের নেতা শাহ রিয়াজুল হান্নান, খন্দকার আজিজুর রহমান পেরাসহ নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডব পরিদর্শন করেছেন, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করেছেন, খোঁজখবর নিচ্ছেন কোন অসুবিধা আছে কিনা। আশা করছি যে কোন সময় থেকে এবার আমরা ভালো পূজা উদযাপন করব।

কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, আপনারা জানেন হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে একটা ব্যবধান সৃষ্টি হয়েছিল, তা তৎকালীন সরকার হিন্দুদেরকে একটা স্লোগানের মাধ্যমে তাদেরকে কনভার্ট করার জন্য, তাদের ভোটব্যাংক বাড়ানোর জন্য, সমর্থন বাড়ানোর জন্য, এই ধরনের একটি উক্তি করা হয়েছিল। তারা বলেছিল বিএনপি ক্ষমতায় গেলে তাদের পূঁজা করতে দেওয়া হয় না, শান্তি-শৃঙ্খলা বজায় থাকে না।

৫ই আগস্ট এর পর দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে কাপাসিয়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক করেছি, তাদের অভাব- অভিযোগ কি সম্পূর্ণ কিছু শুনে নেতা সিদ্ধান্ত দিয়েছেন, কোনক্রমেই সনাতন ধর্মালম্বীদের বাক স্বাধীনতা হরণ করা হবে না। যে যেই দলই করুক না কেন তাদের যে পূঁজা করার অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

গত পূঁজায় আপনারা দেখেছেন বিএনপি শিফট করে পূঁজা মন্ডপ পাহারা দিয়েছে। নিরাপত্তার জন্য রাত দিন পরিশ্রম করেছে। গত বছর পূঁজা উদযাপনে কাপাসিয়া কোনরকম অঘটন ঘটতে দেওয়া হয়নি। এবারের পূঁজায় আমাদের নেতা শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিলে এই শারদীয় দূর্গা উৎসব যৌথভাবে আমরা তাদের নিরাপত্তা দিব এবং কোনরকম যাতে কোন অঘটন না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবো। গত বছরের চেয়ে বেশি পূজা মন্ডপ অনুষ্ঠিত হবে এবছর। এখন পর্যন্ত পূজা মন্ডপ গুলোতে সাজ সজ্জার যে কাজ চলছে তাতে কোন হুমকি ধুমকি বা ভয় ভীতির কোন খবর আমরা পাই নাই।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রবিউল ইসলাম জানান, আমাদের কাপাসিয়া থানা এলাকায় এবার ৭১ টি পূজা মন্ডপ রয়েছে। ইতিমধ্যে প্রত্যেকটি পূঁজা মন্ডপ ভিজিট করেছি। পূঁজা মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের তাগাদা দেওয়া হয়েছে। অধিকাংশ পূঁজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। পূঁজা মন্ডপ গুলোতে প্রতিনিয়তই ভিজিট করছি। শান্তিপূর্ণভাবে পূঁজা উদযাপন করতে সবাইকে সহযোগিতা করতে পারব ইনশাল্লাহ।

এদিকে পূঁজা উপলক্ষে স্থানীয় বাজারে বেড়েছে কেনাকাটার চাপ। সাধারণ মানুষও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিতে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম বলেন, আপনারা জানেন যে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অত্যন্ত শান্তিপূর্ণ একটি উপজেলা। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সবাই একত্রে বসবাস করছেন। আসন্ন দুর্গাপূঁজায় আমাদের সবার সহযোগিতায় প্রত্যেক ডিপার্টমেন্টের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এলাকার সকলের সহযোগিতায় আশা করছি সুন্দর একটি দুর্গাপূঁজা উপহার দিতে পারব।

কাপাসিয়াকে রঙে, আলোয় আর আনন্দে ভরিয়ে তুলবে এবারের দুর্গোৎসব-এমনটাই আশা আয়োজক ও স্থানীয়দের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ