নিজস্ব প্রতিবেদক ।
আলোচনা চলাকালীন ইসলামী দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ’: ফখরুল
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, এই ধরনের কর্মসূচি আলোচনার মধ্যেই একটি অহেতুক চাপ সৃষ্টি করছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নয় এবং কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষেও নেই। তিনি প্রশ্ন তোলেন, রাজপথে কর্মসূচি দিলেই কি সমস্যার সমাধান হবে। ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে বিএনপি রাজপথে নামেনি, বরং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায়। তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদ সম্পর্কিত বিভিন্ন বিষয়ও আলোচনার মাধ্যমে সমাধান হবে।
তিনি আরও বলেন, দেশের নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে জনগণের সমর্থন সর্বোচ্চ গুরুত্ব বহন করে। নির্বাচনের মাধ্যমে আসা সংসদই সংবিধান সংশোধন ও পরিবর্তনের ক্ষমতা রাখে। ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির অবস্থান স্পষ্ট—কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।
জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাবেন ফখরুল। তবে দেশের গণতন্ত্র ও উন্নয়নের বিষয়ক মূল প্রাধান্য পাবে বলে তিনি জানান। বিদেশ থেকে দেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নেওয়া হবে।