• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা আলোচনা চলাকালীন ইসলামী দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ’: ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা

পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি
বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। বিচারকদের ওপর দ্বৈত দায়িত্ব কমিয়ে বিচার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতদিন পর্যন্ত জেলা পর্যায়ে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজরা একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করে আসছিলেন। একই বিচারকের ওপর দুই ধরনের দায়িত্ব থাকায় মামলাজট ক্রমশ বাড়ছিল এবং দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছিল। বর্তমানে অধস্তন আদালতগুলোতে প্রায় ১৬ লাখ দেওয়ানি মামলা এবং ২৩ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। সংখ্যায় ফৌজদারি মামলা বেশি হলেও উভয় ধরনের মামলা পরিচালনা করতে হওয়ায় নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছিল।

এই প্রেক্ষাপটে আইন মন্ত্রণালয় পৃথকভাবে ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এসব আদালতে বিচারকরা শুধু ফৌজদারি মামলার বিচার করবেন। অপরদিকে দেওয়ানি আদালতগুলো কেবল দেওয়ানি মামলার কার্যক্রমে মনোনিবেশ করবে। এর ফলে দ্বৈত দায়িত্বের চাপ কমে গিয়ে মামলা নিষ্পত্তির হার বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আদালত পৃথককরণের এ উদ্যোগ বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে। এতে করে দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতেই মামলার নিষ্পত্তির গতি বাড়বে এবং বহু প্রতীক্ষিত মামলাজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ