
বাড্ডায় বাড়ি থেকে গলিত অবস্থায় নারী-পুরুষের জোড়া মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা |
রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ি থেকে গলিত অবস্থায় এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়দের অভিযোগের পর পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পূর্বাচল ২ নম্বর লেনের ওই বাড়ির একটি কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, ঘরের ভেতর দুজনের গলিত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে—সাইফুল ইসলাম (৩০) এবং শাকিলা (২৮)। পুলিশ জানায়, সাইফুল স্থানীয় একটি মাদরাসায় দারোয়ানের কাজ করতেন এবং শাকিলা ছিলেন গৃহপরিচারিকা।
স্থানীয়দের ধারণা, তাদের মৃত্যু প্রায় ৭–৮ দিন আগে হয়েছে। মরদেহগুলো পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিষয়টি টের পান এবং পুলিশে খবর দেন।
ওসি হাবিবুর রহমান বলেন, “ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘটনাটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
এদিকে বাড়ির মালিক আতিক জানান, “আমি কয়েকদিন আগে গ্রামের বাড়ি থেকে ফিরে এসে বাসা পরিষ্কার করার সময় দুর্গন্ধ পাই। প্রথমে ভেবেছিলাম মরা ইঁদুরের গন্ধ। কিন্তু পরদিনও দুর্গন্ধ না কমায় খোঁজ করতে গিয়ে গুদামের ভেতরে মরদেহ দুটি দেখতে পাই।”
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুইজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তবে তারা স্বামী-স্ত্রী কিনা তা এখনও নিশ্চিত নয়।
বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম বলেন, “দুজনের মৃত্যু রহস্যজনক। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়রা জানান, ভবনের নিচতলার কক্ষটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়লেও কেউ সাহস করে ভেতরে যাননি। বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।