
মোঃশাহাবুদ্দিন স্টাফ রিপোর্টার ঃ
কলাপাড়া উপজেলার মহিপুর থানায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দলীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য রালী, আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে মহিপুর থানা বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ভোর ৯ টায় মহিপুর থানা যুবলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা শুরু করা হয়। সকাল ১০ঃ৩০ মিনিটে যুবলীগের কার্যালয় থেকে এক বর্নাঢ্য রেলী বের করা হয়। রেলীতে নেতৃত্ব দেন, থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন ও যুগ্ম-আহবায়ক মাসুদ মোল্লা। মহিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পূনরায় যুবলীগ কার্যালয়ে এসে শেষ হয় যুবলীগ কার্যালয়ে। যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তার বক্তব্যে বলেন যুবলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমাদের এই দেশ স্বাধীন করার পেছনে রয়েছে যুবলীগের অনেক অবদান। দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠা করেন। শেখ ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। শুধু স্বাধীনতা নয় এ দেশের সকল আন্দোলন সংগ্রামে যুবলীগ সবসময় সামনের কাতারে থেকে দায়িত্ব পালন করছে। ঠিক তেমনি ভাবে মহিপুর থানা যুবলীগকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক আকন্দ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার ও ধুলাসার যুবলীগের সভাপতি জিল্লুর রহমান কিশোর ও কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক শেখ ইসহাক ও মহিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফেরদৌস হাং ও ডালবুগঙ্জের সভাপতি বিভিন্ন ইউনিয়ন মিজানুর রহমান বাচ্চু পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এবং থানা যুবলীগের সদস্য বশির হাং এবং ছিদ্দিক মোল্লা ও মোঃ মনির হাওলাদার সাধারণ সম্পাদক মহিপুর ইউনিয়ন যুবলীগ সহ আগত যুবলীগের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন যুবলীগের নেতৃবৃন্দরা।