মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় ৩ শ অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী । সকাল ৯ টায় বরগুনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে আনসার ভিডিপি সদস্যদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরগুনা জেলা কমান্ডার মোঃ আবু সোলায়মান ও সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার আব্দুর রহিম মিয়া।
খাদ্য সামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, তৈল, সাবান ও মাস্ক।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরগুনা জেলা কমান্ডার মোঃ আবু সোলায়মান বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীরা তাই বরগুনা ছয়টি উপজেলার ১৮শ অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন সময় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বরগুনা সদর উপজেলায় ৩শ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি বলে জানিয়েছেন।