
ঐক্যের আহ্বান তারেক রহমানের: ‘কঠিন লড়াই সামনে, ভাঙন হলে বাড়বে সংকট’”
নিউজ রিপোর্ট:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামনে যে রাজনৈতিক লড়াই আসছে তা অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, আর এই সময়ে দলের ভেতরে ঐক্য ভঙ্গ হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
মনোনয়ন-সংক্রান্ত মতপার্থক্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দলের স্বার্থেই নেওয়া হয়েছে। প্রার্থী পছন্দ না-ও হতে পারে, কিন্তু সংগ্রামটা প্রার্থীর জন্য নয়—ধানের শীষের জন্য, দলের জন্য।” তিনি আরও জানান, দলের উন্নয়ন পরিকল্পনা ও দেশ গড়ার ধারণা জনগণের কাছে পৌঁছাতে হবে, কারণ জনসম্পৃক্ততা ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না।
তিনি বলেন, আগামী দুই মাসে দলের উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা বাড়ানোই হবে নেতাকর্মীদের প্রধান দায়িত্ব, এবং ছাত্রদলের নেতারা তা বাস্তবায়নে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
খাল খনন প্রকল্পের প্রসঙ্গ তুলে তারেক রহমান আরও বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খাল খনন কার্যক্রম যেমন বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলেছিল, তেমনি ক্ষমতায় গেলে বিএনপি আবারও সেই প্রকল্প নবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
চাইলে আমি নিউজটি আরও সংক্ষিপ্ত, বিশদ, অথবা অন্য টোনে (যেমন বিশ্লেষণধর্মী/স্ট্রেইট রিপোর্টিং) করে দিতে পারি।