নবাবগঞ্জ প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীনকে (৫২) পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (৬ মে) দুপুরে বলমন্তচর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। আহত জয়নাল আবেদীন উপজেলার বলমন্তচর গ্রামের মৃত শাহেদ বেপারীর ছেলে।জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, বেলা পৌনে ১২টার দিকে বাড়ি থেকে বাগমারা বাজারে আসছিলাম। বলমন্তচর ব্রিজের ঢালে আসলে আমার সঙ্গে স্থানীয় ভ্যান চালক ফালানের সঙ্গে ত্রাণ বিতরণ নিয়ে বাকবিতণ্ডা হয়। তখন শেখ করিমও ছিলেন। পরে বাজারে চলে আসি। দুপুরে বাড়ি ফেরার পথে ব্রিজের ঢালে আসলে করিম ও তার দুই ছেলে তুহিন ও তুষারসহ আরও ৫/৬ জন আমার উপর হাতুড়ি লাঠিসোটা নিয়ে হামলা করে। এক পর্যায়ে ইট দিয়ে আমাকে আঘাত করে। এতে আমার ডান গালের নিচে মারাত্মক জখম হয়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।এ নিয়ে নবাবগঞ্জ থানায়একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।
You cannot copy content of this page