মোঃ রেদওয়ান শাওন ঃবরিশাল সদর উপজেলার বন্দর থানা এলাকার সাহেবেরহাটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠানে উপস্তিত বক্তারা বলেন, উচ্চ শিক্ষিত বেকারদের কর্মসংস্থান-ই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ—মাওলানা মুহাম্মাদ আজিজুল হক। আজ ৩০ জানুয়ারি’২১ শনিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর আওতাধীন বন্দর থানা শাখার “বার্ষিক সম্মেলন’২১” অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বাংলাদেশ তার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণেও বেকারত্বের ভারে স্বীয় ভারসাম্য হারানোর শঙ্কায় রয়েছে। সামাজিক সকল অবক্ষয়ের প্রধান নিয়মায়ক এই বেকারত্ব। বেকারত্বের ফলে চুরি,ডাকাতি,ছিনতাই, গুম-খুন ও সন্ত্রাসী সহ অসামাজিক কার্যকলাপ যেভাবে বেড়েই চলছে, তাতে ছোট এ দেশটি তার সামাজিক ভারসাম্য হারাবে। পক্ষান্তরে, এ দেশে যে যত বেশি শিক্ষিত তার বেকারত্বের শঙ্কা তত বেশি। উচ্চ শিক্ষিত বেকারত্বের সংখ্যা প্রায় শতকরা ৪৫ শতাংশ।এই উচ্চ শিক্ষিত বেকারদের কর্মসংস্থান-ই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারকে এই বড় চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন- ১৪ই ফেব্রুয়ারী প্রর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির ঘোষণা করছে সরকার। এতে সরকারকে শিক্ষানুরাগী নয় বরং শিক্ষা বিরাগীই মনে হচ্ছে।জাতিকে মেধাশুন্য করতেই ১৯৭১ এর ১৪ই ডিসেম্বরের হত্যাকারীদের প্রেতাত্মারা সরকারের কাঁধে ভর করেছে বলে মনে হয়। তাই সরকার বাহাদুরকে হুশিয়ার করে বলতে চাই,ছাত্র জনতার গণ- আন্দোলনের পূর্বেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।অন্যথায় এর ফলাফল ভাল হবে না। ইশা ছাত্র আন্দোলন বন্দর থানা শাখার বার্ষিক সম্মেলন ২০২১ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। শাখা সভাপতি মুহাম্মাদ তৈয়াবুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদওয়ান এবং বন্দর থানা। শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান বক্তা তার বক্তব্য শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা শাখার ২০২০ সেশনের কমিটি বিলুপ্ত করে , ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটির সভাপতি-মুহাম্মাদ তানভীর আহমেদ শোভন সহ সভাপতি-মুহাম্মাদ রেজাউল করিম রাজীব সাধারণ সম্পাদক-মুহাম্মাদ জাকারিয়া হোসাইন। সর্বশেষ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বন্দর থানা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
You cannot copy content of this page