আন্তর্জাতিক ডেস্ক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে ধস নামছে। অনেক দেশের এই ফল ভোগ করতে হবে। সেই ধারাবাহিকতায় নিজের দেশের অর্থনীতি সম্পর্কে কড়া হুঁশিয়ারি দিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।
ব্রিটেনের এই কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনা ভাইরাস মহামারি ব্রিটেনের অর্থনীতিকে রেকর্ড গভীরতম মন্দার দিকে ঠেলে দেবে। যা হতে পারে প্রায় ৩০০ বছরে সবচেয়ে বড় পতন।ব্যাংক অব ইংল্যান্ডের হিসাব অনুযায়ী, ১৪ শতাংশ সংকুচিত হতে যাচ্ছে ব্রিটেনের অর্থনীতি। আর এটা জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বড় পতন। যা ১৯৪৯ সাল থেকে হিসেব রাখা হয়েছে।