মাদারীপুর প্রতিনিধি ঃমাদারীপুর জেলা কালকিনি উপজেলার ডাসারের পান্তাপাড়া নামকস্থানে মোটরসাইকেল ও তেলবাহী লরি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে
এতে করে মোটরসাইকেলর চালকসহ দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে ঢাকা টু বরিশাল মহাসড়কের উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া নামকস্থানে বরিশালগামী একটি তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল চালক বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের আনেছ ফকিরের ছেলে তুহিন ফকির ঘটনাস্থলে নিহত হয়। পরে আহত অবস্থায় মাদারীপুরের মস্তফাপুর এলাকার মিন্টু দর্জির ছেলে আরাফাত দর্জিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে অজ্ঞাতনামা একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, সড়ক দূর্ঘটনায় ২জন মাড়া গেছে।