নিজস্ব প্রতিবেদক।।মামুনুল ও হেফাজত ইস্যুতে মন্তব্য করায় বরিশাল-৫ (সদর) এর কৃতি সন্তান, সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য মোঃ আরিফিন মোল্লাকে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে।
আরিফিন মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল ১০ এপ্রিল অনলাইন সার্ভিসের এক ডেলিভারিম্যান তার ঢাকাস্থ নিকুঞ্জ-২ এর বাসায় পার্সেল দিয়ে গেলে তাতে তিনি একটি চিঠি পান। টাইপ করে লেখা চিঠিতে তাকে মৃত্যুর জন্য রেডি থাকার কথা বলা হয়েছে।
এ ব্যাপারে তিনি চরমোনাই’র ইসলামী শাসন আন্দোলন ও হেফাজতের সদস্যদের সন্দেহ করছেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফিন মোল্লা জানান, কিছু দিন যাবত সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে চরমোনাই ও হেফাজত ইসলামের সংশ্লিষ্টতা সহ খেলাফত মজলিসের নেতাদের কথায় কথায় সরকার পতনের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ করেন।
তারই ধারাবাহিকতায় এরুপটি হতে পারে বলে তিনি আশংকা করছেন।
এ ব্যাপারে তিনি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন এবং আগামীকাল থানায় জিডি করবেন বলে জানিয়েছেন সংবাদকর্মীদের।
You cannot copy content of this page