• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন’- মায়ের আহাজারি/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে রাস্তা ও এপ্রোচ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্বোধন করলেন বিএনপি নেতা আবদুল হালিম/দৈনিক ক্রাইম বাংলা।। ফিলিস্তিনে মুসলামদের গণহত্যা প্রতিবাদে বোরহানউদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট উদ্যাগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। ভান্ডারিয়ার বিএনপি থেকে বহিষ্কৃত মাসুমের খুটির জোর কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাশ্মীরে জঙ্গি হামলা: সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ, আতঙ্কে কাশ্মীর,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আরাকান আর্মির ভিডিও যে হারে এসেছে সেটি সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল ৭টি হল,,,,,দৈনিক ক্রাইম বাংলা মার্কিন সহায়তা হ্রাসে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা


কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া খেয়াঘাট থেকে সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫৫৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১


 মোঃ শাহাবুদ্দিনঃ- কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হলদিবাড়িয়া খেয়া ঘাট থেকে সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তাটি অত্র এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকা টু কুয়াকাটা মহাসড়কের সাথে সংযোগ স্থাপনকারী এ রাস্তাটি দিয়ে প্রতি দিন অসংখ্য মোটরসাইকেল অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু গত কয়েক বছর ধরে রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। রাস্তাটি বিভিন্ন স্থানে ভাঙ্গন ও গর্ত সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়েছে। কয়েক বছর পূর্বে রাস্তাটিতে ইট বসানো হয়েছিল। কিন্তু বহুদিন যাবত সংস্কারের কাজ না হওয়ায় রাস্তার ইট গুলো খসে পরেছে এবং কোন কোন স্থানের মাটিও ভেঙ্গে পড়ে যাচ্ছে। বর্তমানে এ রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ  হয়ে গিয়াছে। অথচ এই রাস্তার পাশেই একটি বাজার স্কুল-মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। পার্শ্ববর্তী ডালবুগঞ্জ ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন চলাচল করে। এখানকার কৃষকরা পরিবহনের অভাবে তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছে না। জরুরি অবস্থায় রোগীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না বলে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তাই রাস্তাটির সংস্কারের ব্যবস্থা না করা হলে অত্র এলাকার জনগণের দূর্ভোগের সীমা থাকবে না। সরোজমিনে গিয়ে দেখা যায় যে, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। যানবাহন চলাচলে মানুষের ভোগান্তির শেষ নেই। বিভিন্ন স্থানে গর্ত এবং ইট গুলো খসে পড়ে গেছে। এলাকা বাসি রাস্তা টি দ্রুত সংস্করণ করে পাকা করনের দাবি জানান। স্থানীয়   আঃ মজিদ ঢালী জানান, ইট বসানো পর থেকে অদ্য পর্যন্ত কোন ধরনের সংস্কারের কাজ করা হয় নাই। এই রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের শত শত মানুষ চলাচল করে।খেয়া ঘাটের এই রাস্তাটি দ্রুত সংস্কার করে পাকা করনের দাবি জানান। স্থানীয় আব্দুল খালেক মাস্টার বলেন এই রাস্তাটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা হলে স্থানীয় মানুষের দূর্ভাগা লাগোভ হবে। স্থানীয় চৌকিদার মোঃ ছাবের আহমদ বলেন ঘূর্ণিঝড় ইয়াস এর কারণে   রাস্তাটি বেরীবাঁধের বাহিরে নদীর   সাইটের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।অতিরিক্ত জোয়ারের পানিতে রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। ৭,৮ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা মোসাঃ মাহিনুর বেগম বলেন, রাস্তাটি আমার  ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তাটি দিয়ে দিন রাত আনেক মানুষ চলাচল করে। আমার দাবি রাস্তা টি দ্রুত পাকা করনের মাধ্যমে এলাকা বাসির কষ্ট দূর হয়। স্থানীয় ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ সুমন হাওলাদার বলেন। রাস্তাটি অতি জনগুরুত্বপূর্ণ রাস্তাটির পাশে একটি বাজার ও কমিউনিটি ক্লিনিক রয়েছে। রাস্তাটির অবস্থা খারাপ হওয়ায় এলাকার  মা বোনদের অনেক ভোগান্তি শিকার হতে হচ্ছে। এলজিআরডি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি যাহাতে রাস্তা টি দ্রুত সংস্করণ করে পাকা করন করা  হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ