আমজাদ রাজশাহী : স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনা মেনে রাজশাহীতে জুমার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (৮ মে) মহানগরের বিভিন্ন মসজিদে প্রায় এক মাস পর মুসল্লিরা নামাজ আদায় করেন।
তবে মসজিদে প্রবেশের আগেই হ্যান্ডস্যানিটাইজার দিয়ে মুসল্লিরা হাত ভালোভাবে পরিষ্কার করে নেন। সেইসঙ্গে বাড়ি থেকে সুন্নত নামাজ আদায় করে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন। প্রত্যেকেইর মুখে মাস্ক পড়ার পাশাপাশি শারীরিক দূরুত্ব নিশ্চিত করেই রাজশাহীর কেন্দ্রীয় দরগা জামে মসজিদ ও বড় মসজিদসহ মহানগরের শতাধিক মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। মসজিদে ঈমামরা সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
You cannot copy content of this page