অনলাইন ডেক্স ঃচট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইলসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ জুন) দিবাগত রাতে থানার নিউমার্কেট রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃতরা হলেন- মো. সুমন (২৯), মো. সাখাওয়াত হোসেন বাহার (৪০), মো. রাসেল (২৬), মো. রফিকুল ইসলাম (৩৩), মো. শাহ আলম (৩০) ও মো. মাসুম (৩২)।
পুলিশ জানায়, রেলস্টেশন এলাকায় বিভিন্ন চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে একদল লোক অবস্থান করছে- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের তল্লাশির এক পর্যায়ে ছয়জনের ব্যাগে ৪৫টি চোরাই মোবাইল পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জাগো নিউজকে বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে নিউমার্কেট রেলস্টেশন এলাকা থেকে চোরাই মোবাইলসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
You cannot copy content of this page