বিনোদন ডেস্ক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ছোবল পড়েছে বাংলাদেশের সংগীতাঙ্গনেও। আর্থিক দৈন্যতায় দিন কাটাচ্ছে অসংখ্য যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকারসহ সংশ্লিষ্ট অনেকে। তাই সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি (এসবিএমআই) পক্ষ থেকে সংগীতাঙ্গনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের কাছে আর্থিক প্রণোদনার আবেদন জানানো হয়েছে।
বিষয়টি সরকারের কাছে তুলে ধরতে বৃহস্পতিবার (৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে এসবিএমআই’র পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।প্রণোদনা বক্তারা বলেন, যে মানুষগুলো জীবনভর সকলের আনন্দের খোরাক যুগিয়েছেন এবং ভূমিকা রেখেছে দেশ স্বাধীনের যুদ্ধ জয়ে, তারাই আজ চরম আর্থিক সংকটে। সারা বিশ্বের বিস্ময় আমাদের বাংলাদেশকে তুলে ধরতে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মসংস্থান যেমন ভূমিকা রেখেছে তেমনি সংগীতাঙ্গনের ভূমিকাও কোন অংশে কম নয়। এই সংগীতাঙ্গনকে বাঁচানো রাষ্ট্রের দায়িত্বের এখতিয়ারের মধ্যে পড়ে বলে জানান তিনি।
You cannot copy content of this page