নাটোরের বড়াইগ্রামে ডোপ টেষ্টের মাধ্যমে নয় মাদক সেবীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২২ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের বেলাল সরকারের ছেলে সজিব সরকার (৩০), মৃত বেলাল শেখের ছেলে ইসলাম শেখ (৩৫) ও আশরাফুল শেখ (৩৩) এবং সুনীল দাসের ছেলে বাবু দাস (২১), নারায়ণপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫) মহেশপুর গ্রামের শাহ আলমের ছেলে আবদুল হালিম (২৮), গড়মাটি গ্রামের মৃত ডাবলু’র ছেলে মাসুম বিল্লাহ (২১) নওগ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল্লাহ (২২) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত ইউসুফ আলী ফকিরের ছেলে তাইজ উদ্দিন (৩৫)।
র্যাব-৫ রাজশাহী’র প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপরেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত নয়টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা ও গাাঁজা সেবনের উপরকণসহ আসামীদের আটক করা হয়। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া নিয়ে ডোপ টেস্টে রেজাল্ট পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়। এ ঘটনায় রাতেই বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।
You cannot copy content of this page