
মোঃশাহাবুদ্দিনঃ কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে জেলেদের চাল বিতরনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ১০টায়,নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা ইউনিয়ন পরিষদের কার্যালয় চাল না পাওয়ার অভিযোগে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী জেলেরা। অভিযোগে বলেছেন, যারা প্রকৃত জেলে না,তারাও চাল পেয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী জেলে ৯নং ওয়ার্ডের মোঃহারুন গাজী বলেন, জেলে তালিকায় আমার নাম থাকা সত্বেও, আমি এখনো কোনো চাল পাইনি, অথচ আমার আইডি কার্ড বিদ্যমান রয়েছে। আমি একজন প্রকৃত জেলে আমার বাবা ও একজন জেলে ছিলেন। বর্তমানে আমি মাছ ধরে আমার পরিবারের জীবিকা নির্বাহ করে থাকি। অথচ আমার ওয়ার্ডে অনেকেই, জেলে না থাকা সত্ত্বেও তারা চাল পাচ্ছে। আরো এক ভুক্তভোগী জেলে মোঃমোতালেব চকিদার বলেন, তালিকায় আমার নাম রয়েছে,কিন্তু আমাকে চাল দিচ্ছে না, এ বিষয়ে আমি মৎস্য কর্মকর্তা অবহিত করলে সে আমাকে জানায় পরবর্তীতে আপনাকে চাল দেয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। কিন্তু আজকে চাল বিতরণ হল আমাকে দেয়নি। এবিষয় মৎস্য ক্ষেত্র প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন জানান,মোট নিবন্ধিত জেলেদের সংখ্যা ১৩৮৮ জন তিনি জানান জেলদের নিবন্ধিত তালিকা পরবর্তীতে যাচাই-বাছাই করে হালনাগাদ করা হবে। ইউনিয়ন পরিষদের সচিব গণমাধ্যমকে ১৫৩০জন এর নামের একটি তালিকা দেখিয়েছেন। মৎস্য প্রতিনিধি ও ইউনিয়ন সচিবের নিবন্ধিত তালিকার অনেক বড় একটি গরমিল দেখা যায়। এ বিষয়ে কেউ কোনো সদুত্তর দিতে পারেননি গণমাধ্যমকে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু প্রফুল্ল কুমার বলেন, ৮৩২ বস্তা চাল পেয়েছি,৩০কেজি করে চাল দিয়েছি জনপ্রতি।