• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩ মে ঢাকায় হেফাজতের মহাসমাবেশ: নতুন কর্মসূচির ইঙ্গিত,,,,,,দৈনিক ক্রাইম বাংলা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইন মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করা যাবে,,,দৈনিক ক্রাইম বাংলা। ধর্মনিরপেক্ষতার প্রস্তাবেও আপত্তি, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থান চায় বিএনপি,,,,দৈনিক ক্রাইম বাংলা। সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্র এখনো দূরে: ফখরুল,,,,দৈনিক ক্রাইম বাংলা। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর বদলগাছীতে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ফ্যাসিস্ট আ.লীগ সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোস্তাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।


কলাপাড়া উপজেলায় জেলেদের চাল বিতরনে  নানা  অনিয়মের অভিযোগ /দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ২৯৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১


মোঃশাহাবুদ্দিনঃ কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে জেলেদের চাল বিতরনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার ১০টায়,নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা ইউনিয়ন পরিষদের কার্যালয় চাল না পাওয়ার অভিযোগে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী জেলেরা। অভিযোগে বলেছেন, যারা প্রকৃত জেলে না,তারাও  চাল পেয়েছে। সরেজমিনে গিয়ে জানা  যায়, ভুক্তভোগী জেলে ৯নং ওয়ার্ডের  মোঃহারুন গাজী বলেন, জেলে তালিকায় আমার নাম থাকা সত্বেও, আমি এখনো কোনো চাল পাইনি, অথচ আমার আইডি কার্ড বিদ্যমান রয়েছে। আমি একজন প্রকৃত জেলে আমার বাবা ও একজন জেলে ছিলেন। বর্তমানে আমি মাছ ধরে আমার পরিবারের জীবিকা নির্বাহ করে থাকি। অথচ আমার ওয়ার্ডে অনেকেই, জেলে না থাকা সত্ত্বেও তারা  চাল পাচ্ছে। আরো এক ভুক্তভোগী জেলে মোঃমোতালেব চকিদার  বলেন, তালিকায় আমার নাম রয়েছে,কিন্তু আমাকে চাল দিচ্ছে না, এ বিষয়ে আমি মৎস্য কর্মকর্তা  অবহিত করলে সে আমাকে জানায় পরবর্তীতে আপনাকে চাল দেয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। কিন্তু আজকে চাল বিতরণ হল আমাকে দেয়নি।  এবিষয় মৎস্য ক্ষেত্র প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন জানান,মোট নিবন্ধিত জেলেদের সংখ্যা ১৩৮৮ জন তিনি জানান জেলদের নিবন্ধিত তালিকা পরবর্তীতে যাচাই-বাছাই করে হালনাগাদ  করা হবে। ইউনিয়ন পরিষদের সচিব গণমাধ্যমকে ১৫৩০জন এর নামের একটি তালিকা দেখিয়েছেন। মৎস্য প্রতিনিধি ও ইউনিয়ন সচিবের নিবন্ধিত তালিকার অনেক বড় একটি গরমিল দেখা যায়।  এ বিষয়ে কেউ কোনো সদুত্তর দিতে পারেননি গণমাধ্যমকে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু প্রফুল্ল কুমার বলেন, ৮৩২ বস্তা চাল পেয়েছি,৩০কেজি করে চাল দিয়েছি জনপ্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ