মোঃ জুয়েল হোসাইনঃপটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার, ১নং চাকামইয়া ইউনিয়নের চাকামইয়া টু কলাপাড়া সংযোগ সেতু থেকে কাঁঠাল পাড়া সুইজ গেট পর্যন্ত মোট নয় কিলোমিটার রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য বলে স্হানীয় সূত্রে জানা গেছে। অত্র ইউনিয়নের ভোক্তভোগী জনগন দৈনিক ক্রাইম বাংলাকে বলেন,
আমরা চাকামইয়া ইউনিয়নের এর সর্বস্তরের জনগনের পক্ষথেকে বলছি, কলাপাড়া উপজেলা সদরের সাথে আমাদের যোগাযোগের একমাএ রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। বিশেষ করে বর্ষাকালে এলাকার মানুষের দুর্ভোগের কোন শেষ থাকে না।চাকামইয়া ব্রিজ থেকে কাঁঠালপাড়া নূরমোহাম্মাদ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা যেন দুর্ভোগের আরেক নাম। এই ৯কিলোমিটার পথের ভিতরে ৮/১০ টি প্রাইমারি স্কুল, ২ টি মাদ্রাসা এবং ১ টি মাধ্যমিক স্কুল বিদ্যমান। বছরের বাকি সময়ে ছোট ছোট কোমলমতি শিশুরা কোন রকম পায়ে হেটে স্কুলে আসা যাওয়া করতে পারলেও বর্ষায় তাদের দুর্ভোগের শেষ থাকে না। এছাড়াও এলাকার অনুন্নয়নের জন্য স্বাভাবিক জীবন যাএায়ও দুর্ভোগের শেষ নেই। যোগাযোগ ব্যবস্হার বেহাল দশার কারনেই দৈনন্দিন জীবনে এতসব দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বলে এলাকার জনগন ধারনা করছেন। যোগাযোগ ব্যবস্হার উন্নয়নের ব্যপারে অনেক সময়ে অনেক জনপ্রতিনিধি আশ্বাস দিলেও বাস্তবে তার কোন প্রমান দেখা যায় নি। তাই এলাকার জনগনের একটাই দাবি এই ৯ কিলোমিটার রাস্তা পাকা করে দিলে দৈনন্দিন জীবনে দুর্ভোগ অনেকাংশেই লাঘব হবে বলে মতামত প্রদান করেছেন।এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ সু -নজরে তাকালে অত্র ইউনিয়নের সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক সকল দিকের চাকামইয়া ইউনিয়নের উন্নয়ন সাধিত হবে বলে তারা বিশ্বাস করেন। চাকামইয়ার সন্তান হিসেবে আমি ও বলবো, একটি জাতি বা সম্প্রদায়কে তাদের সকল দিক থেকে অলরাউন্ডার করতে হলে, যেটি প্রথম দরকার তা হল সু শিক্ষায় শিক্ষিত করা, আর সেটা বাস্তয়নের জন্য যে সকল বাস্তব মুখী পদক্ষেপ গ্রহন করা হয়, তার মধ্যে অন্যতম হল উন্নত যোগাযোগ ব্যবস্হা। তাই উপজেলা প্রশাসক, সংশ্লিষ্ট দপ্তরের নিয়োজিত কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, চাকামইয়া ইউনিয়নকে কলাপাড়া উপজেলার ১ নম্বর মডেল ইউনিয়ন হিসেবে গড়তে যে সকল বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে খুব দ্রুত জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করে, জন জীবনে শান্তি ফিরিয়ে দিবে বলে চাকামইয়া ইউনিয়নের সর্বস্তরেরর জনগন আশাবাদী।
You cannot copy content of this page