মনিরুল ইসলাম মহিপুর প্রতিনিধি :কলাপাড়া উপজেলার হাজীপুর বাজার থেকে সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সংযোগ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা দেয়া হয়েছে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শেষ বিকেল পশ্চিম হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা দেয়া হয়।ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও এমপি মহিবের সহ ধর্মীনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা কলাপারা পৌর কাউন্সিলর সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির,আবুলকালাম সরদার,নীলগঞ্জ আওয়ামীগ সভাপতি নাসির উদ্দিনমাহমুদ সাধারণত সম্পাদক মাসুদ নিজামী,মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।