
মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি :বরগুনা জেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী এলাকায় ৬ ঘরে ৩ মাস ধরে চোরাই ভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে ৬ গ্রাহক । তবে এ বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বরগুনার জোনাল অফিস।
মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘর থেকে বের হতে পারছে না ঠিক এই সময়টায় কাজে লাগিয়ে তারা অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নামিয়ে ব্যবহার করে আসছে। সরেজমিনে গেলে দেখা যায়, মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে অবৈধ লাইন লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে তাড়া।
তবে এ বিষয়ে অভিযুক্ত স্থানীয়রা সত্যতা শিকার করে বলেন,কন্টাকটার নিজাম আমাদের কাছ থেকে বিদ্যুত লাইন দেয়ার নামে প্রতি ঘর বাবদ ১৫ হাজার টাকা করে নিয়েছে। অনেক আগেই আমাদের বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা ছিলো। আমরা নিরুপায় হয়ে এ অবৈধ সংযোগ ব্যবহার করতেছি।
এ বিষয়ে বরগুনার জোনাল অফিসের ডিজিএম সাইদুর রহমান বলেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে’ একটি তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম ৬ নং কাজিরাবাদ ইউনিয়নে বকুলতলী গ্রামে যায়। অভিযোগের সত্যতা মেলে। তাৎক্ষণিক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যারা এই কাজের সাথে জড়িত রয়েছে তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।