ক্রাইম বাংলা ডেক্সঃ ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিপাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভুল তথ্য দেয়ায় হাইকোর্টের রুল জারি, এনসিটিবির চেয়ারম্যানকে তলব করেছে হাইকোর্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একাধিক জায়গায় শুধু ‘শেখ মুজিব’ লেখা হয়েছে। বঙ্গবন্ধুকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বলা হয়েছে, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধুকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করা হয়েছে। এভাবেই বিকৃত তথ্য ও খণ্ডিত তথ্য রয়েছে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে। এসব দায়সারা লেখা কেনো সরানো হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।