• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনের মধ্য দিয়ে দশমিনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সাড়ে চার কিলোমিটার বাঁধ বিধ্বস্ত দশায় ।। ১২ গ্রামের কৃষক ফসলহানির শঙ্কায়/দৈনিক ক্রাইম বাংলা।। বঙ্গপসাগরে ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্থ ২৪ জেলে পরিবার পেল ত্রান সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।। সাদাপাথর লুটপাটে দুদকের প্রকাশ্য অনুসন্ধান শুরু,,,দৈনিক ক্রাইম বাংলা ভোটারপিছু ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী, ইসির প্রস্তাব,,,, দৈনিক ক্রাইম বাংলা রোহিঙ্গা সংকট সমাধানে চীন–আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব,,,,,দৈনিক ক্রাইম বাংলা একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’,,,,,দৈনিক ক্রাইম বাংলা অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার,,,,দৈনিক ক্রাইম বাংলা

নগরীর ১০নং ওয়ার্ডে ওএমএস কার্ডে চাল বিতরণ করলেন কাউন্সিলর শহিদুল্লাহ কবির।

রিপোর্টার: / ৩৮৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২০

শাকিল বরিশাল স্টাফ রিপোর্টার   :: মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে বরিশাল নগরীর ১০নং ওয়ার্ডে ওএমএস এর চাল জনগনের মাঝে  বিতরণ করেন কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই চাল ও মাক্স বিতরণ করেন এ কাউন্সিলর।
জানাযায়, বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস মানুষকে অসহায় করে তুলছে ঠিক সেই সময়ই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব ও অসহায় মানুষের জন্য ওএমএস এর কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বরিশাল নগরীর প্রতি ওয়ার্ডে এই ওএমএস কার্ড বিতরণ করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে জন প্রতি ১০ কেজি করে ৬০৫ জন লোককে এ চাল বিতরণ করা হয়।
এতে করে সাধারণ মানুষরা ওএমএস কার্ড প্রতি ১শত টাকায় ১০কেজি করে চাল পাচ্ছে।
তাছাড়া ১০নং ওয়ার্ডে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে তিনজন ভিক্ষুক নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে কাউন্সিলর শহিদুল্লাহ কবির নিজে সরেজমিনে গিয়ে তদন্ত করে  তিন ভিক্ষুকসহ  অসহায় প্রায় ২শ জনকে প্রধানমন্ত্রীর দেয়ার ওএমএস কার্ড বিতরণ করেন। পরে কর্মহীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে  ১০কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করার সময় উপস্থিত ছিলেন,
১০নং ওয়ার্ড  কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মেরী,  ওএমএস চাল ডিলার মিজানুর রহমান মিজান, খাদ্য পরিদর্শক নাঈম হোসেন,১০নং ওয়ার্ডের কাউন্সিলর সহকারী(সচিব) তারিকুল ইসলাম , রিয়াজ আহম্মেদ,মাইনুল ইসলাম সহ নেতৃবৃন্দরা।
কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির বলেন, দেশজুড়ে মহামারী করোনা ভাইরাস মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পরেছে। তাই বিসিসির জনপ্রিয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আমাদের কথা শুনে। নানা বিষয় অসহায়দের কথা চিন্তা করে ওয়ার্ডে প্রথমে ৪০৫ জনকে ও আরো ২শসহ মোট ৬০৫ জনের মাঝে ওএমএস কার্ড  বিতরণ করেন।
তিনি আরো বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে আমার সামর্থ অনুযায়ী জনগণের পাশে থাকার চেষ্টা করছি। সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় । তবে আমি সরেজমিনে গিয়ে নিজে তদন্ত করে ভিক্ষুকসহ সহ প্রায় ২শ জনকে ওএমএস কার্ড বিতরণ করা হয়।
ওএমএস এর চাল ও মাক্স ফ্রী পেয়ে আনন্দের হাসি ফুটে উঠেছে ওয়ার্ডের জনগনের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ