মনিরুল ইসলাম -মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক খদ্দর আটক। মহিপুরের ইউসুফপুর গ্রামের সোবাহান নাজিরের ছেলে মিলন নাজির ও পতিতা একই ইউনিয়নের বিপিনপুর গ্রামের ইমন গাজীর স্ত্রী বিউটি বেগম কে আটক করেছে মহিপুর থানা পুলিশ।রবিবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এস আই সাইদুল ইসমামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মহিপুরের বিপিনপুর গ্রামের গ্রামীন ব্যাংকের সংলগ্ন অবস্থিত ভারাটিয়া বাসা থেকে তাদের ২ জনকে আটক করে থানা পুলিশ।স্থানীয়দের সূত্রে জানাগেছে দীর্ঘদিন ধরে বিউটি এখানে বাসা ভারা নিয়ে পতিতাবৃত্তি পরিচালনা করে আসছিল। একাধিকবার এ ব্যাপারে তারা পুলিশকে অবগত করেছে যার ফলে হাতেনাতে তাদের আটক করেছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন মহিপুর থানা এলাকায় এই ধরনের কোন অসামাজিক কর্মকান্ড পরিচালনা করতে দেওয়া হবেনা। এ ব্যাপারে কঠোর অবস্থানে থানা পুলিশ।