মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃরাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়া মোবাইল, ভ্যানিটি ব্যাগ ও টাকা এক ঘন্টার মধ্যে উদ্ধার করেন আরএমপি রাজপাড়া থানার পুলিশ।
আজ সোমবার (২৫ অক্টোবর) জনৈক জাকিয়া শারমিন (২৭) দুপুর অনুমানিক ০১.৫০ ঘটিকা হইতে ০২.০০ ঘটিকার মধ্যে রাজশাহী জেলখানার পূর্ব পার্শ্বে রাস্তা দিয়ে হেঁটে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে রাজপাড়া থানাধীন মাদ্রাসা মাঠের পশ্চিম দিকে পৌছাইলে রাস্তায় দাড়িয়ে থাকা অপরিচিত একটি ছেলে হাতে একটি চাকুসহ আমার উক্ত মেয়ের পথরোধ করে এবং চাকু উচিয়ে আমার মেয়ের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ যাহার মধ্যে একটি Symphony i10 মোবাইল ফোন ও নগদ ২০০/৩০০ টাকা ছিনাইয়া লইয়া মাদ্রাসা মাঠের প্রাচীর টপকিয়ে মাঠের ভিতর দিয়ে পালাইয়া যায়।
উপরোক্ত বিষয়টি রাজপাড়া থানা পুলিশ সংবাদ পাইয়া উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ মাজহারুল ইসলাম রাজপাড়া থানা নেতৃত্বে এসআই/মোঃ আবু হায়দার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ছিনতাই হওয়ার ০১ (এক ঘন্টার মধ্যে ছিনতাইকারী মোঃ আলী হাসান নোবেল (২০), পিতা-মোঃ বেলাল হোসেন, মাতা-মোসাঃ আক্তারা বেগম, সাং-হোসনীগঞ্জ, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহীকে বোয়ালিয়া থানাধীন হোসনীগঞ্জ এলাকা হইতে আটক করেন এবং আসামীর দেওয়া তথ্য মতে ছিনতাইকৃত ভ্যানিটি ব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত চাকু উদ্ধার হয়।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন।