নিজস্ব প্রতিবেদকঃ কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের পশ্চিম হাজিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র রাস্তা টির কালভার্ট নির্মাণ নানা অনিয়ম এর অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, পূর্বের রাস্তার নিম্নমানের ইট দিয়ে তৈরি হচ্ছে কালভার্ট নির্মাণ, যা যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। ওখানে থাকা স্থানীয় বাসিন্দা মোঃহারুন মাঝি জানান, যে নির্মাণাধীন রাস্তাটির দুটি কালবার্ড করার কথা সেখােনে দেখা গেছ নিম্নমানের ইট ও নরমাল রড দিয়ে তৈরি হচ্ছে এসব কালবাট যা কিছুদিনের ভিতরেই ভেঙে পড়বে। এ বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা মোঃমজিদ মাঝি বলেন, আমাদের রাস্তার দু’পাশে অনেক ফসলি জমি রয়েছে যাহার বৃষ্টির মৌসুমে এখান থেকে পানি ওঠা নামা করে সেখানে দেখা গেছে ইট বালু সিমেন্ট, এর অনেক অনিয়ম রয়েছে এবং আমাদের এর আগে যেই কালভার্টটি রয়েছে সেই কালভার্টটি এর চেয়েও অনেক বড় ছিল সেখান থেকেই আমাদের পানি ওঠা নামা অনেক সময় আমাদের ফসলি জমি পানির জন্য নষ্ট হয়ে যেত সে ক্ষেত্রে এর আগের কালভার্টের চেয়ে অনেক ছোট এই কালভার্ট টি। যা দিয়ে আমাদের পানি কৃষিজমিতে জমে থাকবে বলে আমি মনে করি। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা রাস্তার ইঞ্জিনিয়ারকে মুঠো ফোন দিলে সে তাৎক্ষণিকভাবে রাস্তার কাজ বন্ধ করে দেন। এবং তিনি আশ্বস্ত করেন, যে যদি কাজে কোনো অনিয়ম থাকে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিবে বলে তিনি জানান।
You cannot copy content of this page