
মোঃশাহাবুদ্দিনঃ কলাপাড়া উপজেলার মহিপুর থানার নিজামপুর কোস্টগার্ড স্টেশান ৬/১১/২১ ই তারিখ রোজ শনিবার রাত আনুমানিক ৮ঃ৩০ মিনিটের সময় শেখ জামাল সেতুসংলগ্ন ঢাকা টু কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী পরিবহন, কুয়াকাটা এক্সপ্রেস ও
একটি ট্রাক থেকে ১২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে নিজামপুর কোষ্টগার্ড স্টেশন
গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর
কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেনের, পদবীঃ চীফ পেটি অফিসার, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মী মোঃমনিরুজ্জামান,
জব্দকৃত মাছ ওই রাতেই স্থানীয় বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিং এবং গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এবং কর্তব্যরত কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেনের, চীফ পেটি অফিসার, বলেন
এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান।