মোঃ জুয়েল হোসাইনঃ পারিবাহিক কলহের কারণে নিজের শরীরে ধান ক্ষেতে ছিটানো কীটনাশক সিরিঞ্জে ভরে শরীরে পুশ করে সুমন গাজী(২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৯টারর দিকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সুমন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, মঙ্গলবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় সুমনকে হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। তিনদিন আগে সে ধান ক্ষেতে ছিটানো পোকা মারার কীটনাশক সিরিঞ্জে ভরে নিজের পায়ে সে পুশ করে। এতে সে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। স্ত্রী ও শ্বশুর বাড়ির স্বজনদের সাথে কলহের কারণে সে মারসিকভাবে বিধ্বস্ত হয়ে এ কাজ করে। তারা মৃতদেহ উদ্ধার করেছেন। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
তবে নিহতের মা জানায়, কয়েকদিন আগে নিজের সন্তানকে দেখতে শ্বশুড় বাড়ি উপজেলার দুলাসার ইউনিয়নের চাপলী গ্রামে গেলে সেখানে তাকে মারধর করে শ্বশুড় বাড়ির লোকজন। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান জানান, হাসপাতালে ভর্তি হওয়ার সময় সে শরীরে কীটনাশক পুশ করেছে বলে তাদের জানিয়েছিলো। সে অনুযায়ী তার চিকিৎসা চলছিলো।
You cannot copy content of this page