মোঃ মোজাম্মেল হোসেন বাবুঃ র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, একটি অপারেশন দল গত ১১ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা হইতে রাএী ০৮:০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ০৪ নং মোবারকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টিকরী বাজারে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায়, কম্পিউটার মনিটর-০৭ টি, সিপিইউ-০৭ টি, কী-বোর্ড- ০৭ টি, মাউস- ০৭ টি, হার্ডডিক্স -০৭ টি, কম্পিউটার ক্যাবল-২০ টি, ইউপিএস-০২ টি, কার্ড রিডার-২৫ টি, স্পীকার-১২ টি, মোবাইল সেট-০৭ টি, সীমকার্ড-১৩ টি, মেমোরী কার্ড-০৯ টি এবং সাউন্ড বক্সের মাইক/সাবউফার-০৫ টি সহ আসামী ১। মোঃ লিটন আলী (২৮), পিতা-মোঃ আরশাদ আলী কালু মিস্ত্রী, সাং-টিকরী, ২। মোঃ সারিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ শাহানারা বেগম, সাং-কালীচক, ৩। মোঃ বাইতুল ইসলাম (৩৯), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, সাং-নামোটিকরী, ৪। আহসান হাবিব (৪৪), পিতা-মোঃ আল আমিন, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং- লক্ষীপুর, ৫। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-মোঃ মাহিদুর রহমান, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-মোবারকপুর, ৬। মোঃ আালম আলী (২৩), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-মীমজান বেগম, সাং- কালীচক, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদের আটক করে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন সু-শৃঙ্খল সমাজ গড়ুন।
You cannot copy content of this page