মনিরুল ইসলাম কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধিঃকুয়াকাটার মহিপুরে শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নের
লক্ষ্যে আন্তর্জাতিক
উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের নতুন সিডিপি (কলাপাড়া সিডিপি)
উদ্বোধন করা হয়েছে।আজ ১৩ ডিসেম্বর ২০২১ গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে
পটুয়াখালীর
কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে মহিপুর কো আপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়
মাঠ প্রঙ্গনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় গুড নেইবারস বাংলাদেশ এর নতুন
কমিউনিটি ডেভেল্পমেন্ট প্রজেক্ট (সিডিপি) এর উদ্বোধনী অনুষ্ঠান।
গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) এর কান্ট্রি ডিরেক্টর জনাব এম মাঈনউদ্দিন
মইনুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বীরমুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান কলাপাড়া
উপজেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জেলা সমবায় অফিসার পংকজ কুমার,
উপজেলা সমবায় অফিসার ফরিদ আহমেদ, মহিপুর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী
মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মহিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান
জাহিদুল ইসলাম সেলিম।উদ্বোধনী অনুষ্ঠানে সিডিপি এর কর্মএলাকা ও ফলক
যৌথভাবে উন্মোচন করেন
প্রধান অতিথি রীরমুক্তিযোদ্ধা এস এস রাকিবুল আহসান উপজেলা চেয়ারম্যান ও
গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব এম. মাঈনউদ্দিন মইনুল।
প্রাথমিকভাবে কলাপাড়া সিডিপিতে ১,৩০০ জন শিশুর সুরক্ষা, শিক্ষা ও
স্বাস্থ্য সেবা ও ৬৭৪৫ জন স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ
করবে, ক্রমান্বয়ে এ সংখ্যা বৃদ্ধি পাবে।গুড নেইবারস একটি আর্ন্তজাতিক
মানবিক উন্নয়ন সংস্থা যা ১৯৯৬ সাল থেকেবাংলাদেশে, সমাজকল্যাণ ও উন্নয়ন
প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও বৈষম্যমুক্ত
বিশ্ব গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জিএনবি শিশুকে কেন্দ্র করে তার
পরিবার উন্নয়নে কাজ করছে। জিএনবির লক্ষিত গোষ্ঠী হলো শিশু, নারী ও যুবক।
এদের উন্নয়নই জিএনবির মূল লক্ষ্য।বর্তমানে জিএনবি ১২ টি জেলায় ১৬ টি
কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ৪টিপিএসপির মাধ্যমে কাজ করছে। জিএনবি
তার লক্ষিত জনগোষ্ঠীর উন্নয়ন, ঐ
জনগোষ্ঠীদের ব্যবহার করে প্রকল্পের মাধ্যমে বিশেষ কিছু কর্মকান্ডের মধ্য
দিয়ে করে থাকে। যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, আয়বৃদ্ধিমূলক
কার্যক্রম, জরুরী ত্রাণ সহায়তা, কমিউনিটি পার্টনারশীপ ইত্যাদি