এম.জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর দশমিনায় বিয়ে পড়ানোর পর কাজীকে পিটিয়ে গুরুতর আহত করা সেই উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: হাসান সন্নামত সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর ) আহত কাজী মো: খলিলুর রহমান বাদী হয়ে দশমিনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এবং বাদী দ্রুত বিচার দাবি করলে বিজ্ঞ আদালত আমলে নিয়ে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই ) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং তা দ্রুত প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ প্রদান করেছেন।
এ মামলার ঘটনার স্বত্যতা প্রতিবেদককে নিশ্চিত করেছেন বাদী ও পক্ষের আইনজীবী মো: ইকবাল হোসাইন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের মো: ফজলুল হক মেলকারের বিবাহিত মেয়ে ফাহমিদা নাসরিন চায়নার সাথে দীর্ঘদিন যাবত হাসান সন্নামতের পরকিয়া প্রেম চলে আসছিল। এ নিয়ে কয়েক দফা পারিবারিক ও স্থানীয় ভাবে শালিস মিমাংশার ঘটনা ঘটে। পরকিয়া প্রেম থেকে সরে আসতে মেয়ের পরিবারের পক্ষ থেকে হাসান সন্নামতকে ফিরে যেতে একাধিক বার বলা সত্বেও গত বৃহস্পতিবার (৯ই ডিসেম্বর-২০২১ ইং) রাতে ফাহমিদা নাসরিন চায়নাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বজনদের নজরে পড়ে। পরে ওই রাতে মেয়ের বাবার ঘরে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে উভয় পরিবারের উপস্থিতি ও সম্মতিতে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে কাবিন রেজিষ্ট্রি করেন কাজী মাওলানা মো: খলিলুর রহমান।
পরে হাসান সন্নামত পরীক্ষা দেয়ার কথা বলে ওই রাতেই সদ্য শশুর বাড়ি থেকে বেড়িয়ে ওই রাতেই সন্ত্রাসী লোকজন নিয়ে ওই রেজিষ্ট্রি করা কাজীর বাড়ি গিয়ে কাবিনের কাগজপত্র ওই কাজীকে দিতে বলেন। এতে কাজী অস্বীকৃতি জানালে হাসান সন্নামত সহ সাথে থাকা অন্যান্য সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে বেদম পিটিয়ে গুরুত্বর আহত করেন। এবং তার উপর হামলা করে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় জমি ক্রয়ের নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।
পরে আহত কাজীকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে একাধিক সূত্র জানায়, দশমিনা উপজেলা ছাত্রলীগের ওই সাধারন সম্পাদক হাসান সন্নামতের বিরুদ্ধে একাধিক নারীদের কুপ্রস্তাব, চিংগুড়িয়া বেতাগী সানকিপুর প্রাইমারী স্কুলের সভাপতি দায়িত্ব পালন রত অবস্থায় স্কুলের বিস্কুট চুরি, ঠাকুর হাটে চাঁদাবাজি সহ এলাকার বিভিন্ন স্থানে নতুন বিল্ডিং করার সময় চাদবাজি করছে করে এবং প্রতিদিন সন্ধ্যার পর জুয়া খেলায় মেতে উঠে ওই উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান সন্নামত। তিনি ছাত্রলীগের নামে করে বেড়ান সন্ত্রাসী, চাদাবাজির রাজত্ব।
You cannot copy content of this page